নর্দান ইউনিভার্সিটিতে কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’ শীর্ষক অনুষ্ঠিত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সিয়াম স্টাফ রিপোর্টার:- ডিজিটাল বাংলাদেশ গড়ার নিরন্তর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সাথে প্রযুক্তির ব্যবহার ও শিক্ষিত তরুণরা দেশের কৃষি খাতে রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন আনতে শুরু করেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষিত তরুণরা যাতে কৃষি কাজে আরো বেশি অবদান রাখতে পারে তাই নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ‘কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই ২০২০, রোববার সকাল ১১.০০ টায় ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক 

এছাড়া, ওয়েব সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, সেমিনারে সভাপত্বিত করেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রবন্ধ উপস্থাপক ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (ডি) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো যুক্ত থাকেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ শাইখ সিরাজ এবং বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. এস. এম. বখতিয়ার।

মাননীয় মন্ত্রী জনাব ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনার দুর্যোগময় পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশ ও এদেশের কৃষকেরাও বিরূপ পরিস্থিতির মুখোমুখি। এটি মোকাবিলায় সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকিসহ নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে। খাদ্য সংকট মোকাবিলা করতে সরকার সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’