পাবনা জেলা প্রতিনিধি:- পাবনার বেড়া উপজেলার আমিনপুরের নাটিয়াবাড়ি এলাকায় বাড়িতে ঢুকে মনোরমা সূত্রধর নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রথযাত্রা শেষে বাড়িতে ফেরেন মনোরমা সূত্রধর। রাতে প্রতিবেশী রীতা বিশ্বাস প্রসাদ দিতে গিয়ে মেইট গেট বন্ধ দেখে পাশের বাড়ির সহযোগিতায় বাড়ির পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকে ঘরের ভিতর মনোরমাকে পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা আমিনপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। ঘরের ভেতর আলমারি ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো দেখতে পায় পুলিশ।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, লুটপাট নাকি অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত মনোরমা সূত্রধর (৬০) আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের নাটিয়াবাড়ি গ্রামের মৃত দূদ কুমার সূত্র ধরের স্ত্রী। বুধবার নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।