মিতু রানী বরগুনা জেলা প্রতিনিধি:- বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন জমাদ্দারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বিকেলে ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে, কি কারণে আর কারা এই হামলা চালিয়েছে তা জানাতে না পারলেও দোষীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।