বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান শাখার একটি। এই সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস। ঢাকা সেনানিবাস ঢাকাতে অবস্থিত বাংলাদেশ সেনা বাহিনীর একটি সেনানিবাস।এখানেই বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত। ১৯৪৮ সালের ১৫ ই ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটোলাতে মেজর আবদুল গনির নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উদ্বোধন করা হয় এবং পড়ে সফল ব্যটোলিয়ান হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালে যুদ্ধের জন্য এই বাহিনীকে সংস্কার ও আরো বেশী সংগঠিত করা হয়। যুদ্ধের সাফল্যের পর বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদশের স্বতন্ত্র সামরিক বাহিনী হিসেবে রূপান্তরিত হয়।
