মানিক কুমার স্টাফ রিপোর্টার:- অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে রাজধানীর গুলশানের ল্যাভেন্ডার সকলকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বিএসটিআই সোমবার ১৭আগস্ট দুপুরে তিনটার সময় অভিযান চালায়।
এদিকে অনুমোদন না থাকায় সকালে রাজধানীর দক্ষিণ বাড্ডা হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটার নামে একটি পানির কারখানা সিলগালা করে দিয়েছে বিএসটিআই এ সময় কারখানার দুই কর্মীকে আটক করেছে পুলিশ

এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পানির জার জব্দ করেছে এবং ধ্বংস করে দিয়েছে বিএসটিআই জানায় দীর্ঘদিন ধরে অনুমোদন না দিয়ে জারি করে পানির ব্যবসা করত প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে ফিল্টারিং না করেই পানি সরাসরি জানিয়ে ভরে বিক্রি করতো এই প্রতিষ্ঠানটি।