ব্রহ্মপুত্র নদে চীন-ভারতের পাল্টাপাল্টি বাঁধ নির্মাণের পরিকল্পনা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক:- সিমান্তে উত্তেজনার মধ্যেই এবার নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে ভারত।

ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণের পরিকল্পনার দুই দিনের মাথায় এবার ভারতও জানিয়েছে পাল্টা বাঁধ নির্মাণের কথা।

মঙ্গলবার ( ১ ডিসেম্বার ) ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর ১০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কথা ভাবছে তারা। চীনের বাঁধ নির্মাণের কারণে সম্ভাব্য সংকট এড়াতেই বাঁধ নির্মাণ প্রয়োজন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে এখন আলোচনা চলছে।ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিএস মেহরা জানায়, চীনের জলাধার নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্যই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর জলাধার বানানো প্রয়োজন।

কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে এখন আলোচনা চলছে। তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে (চীনাদের) জানিয়েছি, আপনাদের নেয়া প্রকল্পে যেন ভারতের ওপর বিরূপ প্রভাব না পড়ে।

তারা আমাদের আশ্বস্ত করেছে। তবে তাদের আশ্বাস কতদিন টিকবে তা আমরা জানি না। এর আগে রবিবার চীন জানায়, তিব্বতে ইয়ারলাং জ্যাংবো নদীর ওপর বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে।

ইয়ারলাং জ্যাংবো নদীই ভারতের আসাম হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে প্রবেশে করেছে। এর আগেও ব্রহ্মপুত্রের ওপরে একাধিক ছোট বাঁধ নির্মাণ করেছে বেইজিং।