মোন বেনাপোল প্রতিনিধি:- নতুন জটিলতায় বন্দরে আটকা পড়েছে ভারতীয় পেঁয়াজ। নতুন জটিলতায় বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে ভারতীয় পেঁয়াজ। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা অর্ধেক পেঁয়াজই পচে গেছে।
রবিবার ( ২০ সেপ্টেম্বর ) সকাল থেকে এখনও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়নি। এর আগে শনিবার বিকেলে ভারতে আটকে পড়া পেঁয়াজবাহী ১১টি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। আমদানি করা প্রায় ২৩০ টন পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজই পঁচে গেছে। অপেক্ষমান আরও দেড় শতাধিক ট্রাকের পেঁয়াজেও পচন ধরেছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, ট্রাকের ছাড়পত্র নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। এছাড়া, কয়েক দিন ধরে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষমাণ ট্রাকভর্তি পেঁয়াজ পচে যাওয়ায় রপ্তানিকারকরা শনিবারই সেগুলো ফেরত নিয়ে গেছে। আর ছাড়পত্র না থাকায় সোনামসজিদ স্থলবন্দরের ওপারে থাকা শতাধিক ট্রাক ঢোকা নিয়েও দেখা দিয়েছে সংশয়।