মানিক কুমার স্টাফ রিপোর্টার:- মর্ডানার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের সম্ভাব্য মূল্যের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন ২৫ থেকে ৩৭ ডলারেই মিলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল।
জার্মানির একটি সাপ্তাহিককে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভ্যাকসিনের জন্য খরচ ফ্লু’র টিকার মতোই। ফ্লু’র প্রতি ডোজ টিকা তৈরিতে খরচ হয় ১০ থেকে ৫০ ডলার। এই হিসেব অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় মডার্নার ভ্যাকসিনের দাম হবে ২ হাজার ১৮৮ টাকা থেকে ৩ হাজার ১৩৫ টাকা।
এদিকে, প্রতি ডোজ ২৫ ডলারের কম মূল্যে ভ্যাকসিন পেতে মডার্নার সঙ্গে একটি চুক্তিতে যেতে চায় ইউরোপীয় কমিশন। ।
ইউরোপে টিকা সরবরাহের বিষয়ে কয়েকদিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও আভাস দিয়েছেন স্টিফেন ব্যানসেল