কামরুজ্জামান সজীব:- মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।ভোর ৬টা ৩৪ মিনিটে জাতীয় প্যারেড স্কয়ারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দেশবাসীকে ৫০তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান।এরপর স্মৃতিসৌধে আসতে শুরু করে সাধারণ জনতা। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এসময় সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার অঙ্গীকার করেছেন তারা।৫২ এর ভাষা আন্দোলনে বাঙালি যে রক্ত দিয়েছিল তাতে ফুটেছিল স্বাধীনতার কলি। আর সেই কলিকে বিজয়ের কুসুমে পরিণত করছিল ৭১ এ ঝরে যাওয়া লাখো শহীদের এক সাগর রক্ত।
বিজয়ের দিনে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বীর বাঙালি নতুন করে শপথ নিলো একাত্তরের পরাজিত সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে চূড়ান্তভাবে রুখে দেয়ার মধ্য দিয়ে লাল সবুজের সোনার বাংলা গড়ার।