করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনওভাবেই যেন রোখা যাচ্ছে না সংক্রমণ। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতাতেই। কলকাতায় ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্য়া। এই পরিস্থিতিতে নিউটাউনে ২টি বড় বাজার বন্ধের সিদ্ধান্ত নিল বাজার কমিটি।
গৌরাঙ্গনগর বাজার ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল। ৫ দিনের জন্য বন্ধ থাকবে জ্যোতিনগর বাজারও। কোনওভাবেই যাতে বাজার থেকে করোনা সংক্রমণ না ছড়ায়, সেই কারণেই এই সিদ্ধান্ত। শুধু বাজার বন্ধ করা-ই নয়, একইসঙ্গে বাজারগুলি স্যানিটাইজার করার সিদ্ধান্তও নিয়েছে বাজার কমিটি। প্রসঙ্গত, নিউটাউনে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আতঙ্কে মানুষ ছাড়া-ই বাজারে আসছিলেন। সামাজিক দূরত্বও মানছিলেন না। এবার তাই কড়া হল কর্তৃপক্ষ।