বিপ্লব দাস স্টাফ রিপোর্টার:- সাবেক মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে অব্যাহতি দিয়ে অভিযোপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
একইসঙ্গে, অব্যাহতি দেয়া হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফকেও। তারা মারা যাওয়ায় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূইঞা ও শামসুর রহমানকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে সিআইডি।
ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার কুতুব উদ্দিন। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার নুর মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জানুয়ারি ২০২১ইং তারিখে শুনানির দিন ধার্য করা রয়েছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।
চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ ছিলেন আবুল মঞ্জুর।জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মেজর জেনারেল মঞ্জুরকে আটক করে পুলিশ।
এরপর ওই বছরের ২ জুন তাকে পুলিশ হেফাজত থেকে সেনানিবাসে নিয়ে হত্যা করা হয়।