কামরুজ্জামান সজীব :- উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ভুলে যেতে চাইবে মেসি-সুয়ারেজরা। তবে বার্সা ফ্যানরা কি পারবে সহজে এ লজ্জাকে ভুলতে।
চ্যাম্পিয়নস লিগে দুই সুপার জায়ান্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের লড়াই। ফুটবলপ্রেমীরা ছিলো মুখিয়ে করোনার কারণে এক লেগের এই নকআউটে কে জিতবে তা জানতে। পাওয়ার প্রেস, হাই ইনটেন্সিভ কাউন্টার অ্যাটাক হলো জার্মান জায়ান্ট বায়ার্ন মুনিখের ফুটবল ফিলোসফি। অন্যদিকে পাসিং, পজিশন, অ্যাটাক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফুটবল দর্শনের টোটাল ফুটবল। শক্তি আর সামর্থে দুই দলই সমান। তবে রিসেন্ট ফর্মে বার্সেলোনার চেয়ে এগিয়ে ছিলো বায়ার্ন মিউনিখ।
নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ওঠা বার্সেলোনাকে নিয়ে ছেলেখেলাই করলো চেলসিকে উড়িয়ে আসা বায়ার্ন। এদিন বার্সা বস কিকে সেতিয়েনের কোন পরিকল্পনাই কাজে লাগেনি। দুর্বল ডিফেন্সের কারণে হাইপ্রেসিং ফুটবলের সামনে ধরাশায়ী হয়েছে কাতালান ট্যাকটিস। ঝড় বয়ে গেছে বার্সেলোনার ওপর দিয়ে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাবটা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ভুলে যেতে চাইবে মেসি-সুয়ারেজরা। তবে বার্সা ফ্যানরা কি পারবে সহজে এ লজ্জাকে ভুলতে। চ্যাম্পিয়নস লিগে দুই সুপার জায়ান্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের লড়াই। ফুটবলপ্রেমীরা ছিলো মুখিয়ে করোনার কারণে এক লেগের এই নকআউটে কে জিতবে তা জানতে। পাওয়ার প্রেস, হাই ইনটেন্সিভ কাউন্টার অ্যাটাক হলো জার্মান জায়ান্ট বায়ার্ন মুনিখের ফুটবল ফিলোসফি। অন্যদিকে পাসিং, পজিশন, অ্যাটাক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফুটবল দর্শনের টোটাল ফুটবল। শক্তি আর সামর্থে দুই দলই সমান। তবে রিসেন্ট ফর্মে বার্সেলোনার চেয়ে এগিয়ে ছিলো বায়ার্ন মিউনিখ।
নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ওঠা বার্সেলোনাকে নিয়ে ছেলেখেলাই করলো চেলসিকে উড়িয়ে আসা বায়ার্ন। এদিন বার্সা বস কিকে সেতিয়েনের কোন পরিকল্পনাই কাজে লাগেনি। দুর্বল ডিফেন্সের কারণে হাইপ্রেসিং ফুটবলের সামনে ধরাশায়ী হয়েছে কাতালান ট্যাকটিস। ঝড় বয়ে গেছে বার্সেলোনার ওপর দিয়ে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাবটা।