মানিক কুমার স্টাফ রিপোর্টার:- রাজধানীতে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ার ফলে অন্য সব মাছের দাম ক্রমেই কমতে শুরু করেছে।

ইংলিশে র সরবরাহ বাড়ায় অন্যান্য মাছের দাম কমতে শুরু করেছে রাজধানীতে । (৪ সেপ্টেম্বর ) শুক্রবার সকালে কারন বাজার ঘুরে দেখা গেল, আজ মাছের দাম গেল সপ্তাহে অনেক কম । প্রায় সব ধরনের মাছ কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা দাম কমেছে। ৪ কেজি বেশি ওজনের রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকায়, ৪ কেজির কম ওজনের রুই মাছের দাম ২৬০ থেকে ২৮০ টাকা, বড় আকারের কাতর বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি, আর ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি, ১ কেজি ওজনের ইলিশ ৬০০ থেকে ৬৫০ টাকা, ১২০০ থেকে ১৬০০ গ্রামের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা, আর দুই কেজির বেশি ওজনের ইলিশ বেচা হচ্ছে ১১০০ টাকা থেকে ১১৫০ টাকা প্রতি কেজি ।

অন্যদিকে, রাজধানীতে চালের বাজার স্থিতিশীল । বিক্রি হচ্ছে আগের দামেই কারন বাজারে মিনিকেট বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকা কেজি দরে । নাজিরশাই চালের দাম মানভেদে ৫৬ থেকে ৬০ টাকা,বিআর- ২৮ চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।