অনলাইন ডেস্ক:- অস্ট্রিয়া একজন রুশ কূটনীতিককে অকাঙ্খিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন, ভিয়েনা ওই কূটনীতিকের অস্ট্রিয়া ত্যাগ করার জন্য পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে ।অস্ট্রিয়ার একটি পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা এর খবর জানিয়েছে।
অস্ট্রিয়া পত্রিকা ক্রোনান সাইতুং দাবি করেছেন, বহিস্কৃত রুশ কূটনীতিক অস্ট্রিয়া একজন, নাগরিককে সহযোগিতায় রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করেছিল ।
তবে অস্ট্রিয়ার দৈনিক টি ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেনি! ভেনাসের দূতাবাস তার ওই কূটনীতিকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে, এই ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। গত জুন মাসে অস্ট্রিয়া একটি আদালতে দেশের সশস্ত্র বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল রাখার পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ৩ বছরের কারাদণ্ড দেয়। এই অভিযোগের ব্যাপারে অস্ট্রিয়াকে উপযুক্ত যথেষ্ট দলিল-প্রমাণ সরবরাহ করার আহ্বান জানান।