কবিতার নাম:- মহা বীরের মহত্ব
কবি:– শাম্মী আক্তার সুমি
যুদ্ধ আমি দেখিনি, ইতিহাস পড়ে হয়েছি নিস্ত্বদ্ধ,
হতে দেখিনি কোথাও কাউকে মুজিবের মত নিরবংস,
যুদ্ধ করে হয়েছে শহীদ এই দেশের কত হাজার হাজার বীর।
কারো পাশে পাইনি লাশ ফজিলার মত রমণীর,
দেখিনি আমি যোদ্ধা বউয়ের কান্না মাখা মুখ,
দেখিনি কোথাও পুত্রবধূর ঝাঁঝরা করা বুক।
শুনেছি আমি শিশুদের মুখে বাবা নেই আত্মনাদ,
দেখিনি কোথাও শেখ রাসেলের মত নির্মম প্রাণঘাত।
শুনেছি আমি বহু মঞ্চে বুক কাঁপানো ভাষণ।
দেখিনি কোথাও দেশের জন্য প্রেসিডেন্ট নির্বাসন,
হতে পারে কালে কালে আরো মহাযুদ্ধ,
দেশের জন্য মুজিবের ত্যাগ অম্লান অনন্ত।