কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : – প্রতিষ্ঠাতার ৪৭বছর পর সরকারি ভাবে নির্মিত হতে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজ। বৃহস্পতিবার বিকেলে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে নতুন ভবন নির্মাণ কাজের সীমানা নির্ধারণ ও কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে অত্র মাদ্রাসার সভাপতি এ্যাডভোকেট শেখ মোঃ আবু সাঈদ। অত্র মাদ্রাসা সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমারখালী সরকারি কলেজের প্রভাষক জিল্লুর রহমান মধু, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কাইয়ুম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাহেব আলী, ইঞ্জিনিয়ার শাহিন। দেড় বছর মেয়াদী এই কাজের ব্যয় হবে দুই কোটি তিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার নয়শত একষট্টি টাকা। ভবন নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক সংসদ সদস্য আবদুর রউফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ মোঃ আবু সাঈদ। কুমারখালী উপজেলার মধ্যে সর্বপ্রথম ১৯৭৩ সালে মাদ্রাসাটি তৈরি করেন আলহাজ্ব আব্দুল কুদ্দুস। এই প্রথম সরকারি ভাবে প্রতিষ্ঠানটিতে ভবন নির্মাণের হতে যাচ্ছে। ভবন নির্মাণ সংবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা দেখা দিয়েছে।
