আন্তর্জাতিক ডেস্ক:- সিনেটে অভিশংসন প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকানদের ভোট দেয়ার সম্ভাবনা খুব কম।
তারপরও ট্রাম্পের জবাবদিহিতার জন্য অভিশংসন প্রক্রিয়া চালিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে মার্কিন গণমাধ্যম সিএনএনকে একথা জানান তিনি। ট্রাম্পের অভিশংসন নিয়ে সরাসরি এই প্রথম মন্তব্য করেছেন বাইডেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব সিনেটে হস্তান্তর করেছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
স্থানীয় সময় সোমবার হাউজ থেকে অভিশংসন প্রস্তাব সিনেটে নিয়ে যান প্রতিনিধিরা।সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগ পড়ে শোনান অভিশংসন কমিটির প্রধান জেমি রাসকিন।
৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার জেরে গত সপ্তাহে ট্রাম্পকে অভিশংসন করে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।