মানিক কুমার সাহা স্টাফ রিপোর্টার:- বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের শহীদদের।সারা দেশে, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের শহীদদের। ধিক্কার জানানো হচ্ছে ইতিহাসের এই ঘৃণ্য হত্যাযজ্ঞের প্রতি।
চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি কমিশনারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা। এছাড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
খুলনা বেতার কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
বরিশাল নগরীর সোহেল চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট নগরীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া ভার্চুয়াল আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু চত্ত্বরে মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়াও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
ফরিদপুর শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্্যালি বের করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট, জামালপুর, মৌলভীবাজার, সহ বিভিন্ন স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ মাহফিল, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ নানা কর্মসুচি নেয়া হয়েছে।