অনলাইন ডেক্স:- ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া স্যালির প্রভাবে ক্যারোলাইনা ও জর্জিয়ায় প্রবল বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।
ক্যারোলাইনায় ব্যাপক আকারে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। এর আগে ভার্জিনিয়া এবং ক্যারোলাইনাতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ।
বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে হারিকেন স্যালি আঘাত হানার পর দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। এতে একজনের মৃত্যু হয়। ফ্লোরিডা ও অ্যালাবামায় স্যালি আঘাত করার পর বৃষ্টির পানিতে ডুবে যায় সড়ক ও বাড়িঘর। অ্যালাবামায় একজন নিখোঁজ রয়েছে।
ঝড়ের কারণে দক্ষিণ উপকূলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছে কর্তৃপক্ষ। ঝড়ের পর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সাড়ে পাঁচ লাখ মানুষ।