হরতালের নামে দেশে যে তাণ্ডব চালানো হচ্ছে তা বন্ধে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:– নাশকতা বন্ধ না করলে এবং হরতালে জানমাল রক্ষার্থে সরকার কঠোর বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হরতালের নামে দেশে যে তাণ্ডব চালানো হচ্ছে তা বন্ধে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যথায় জনস্বার্থে এটা থামাতে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রবিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ‘গুজব ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার চেষ্টা করা হচ্ছে।’ হরতাল ও তাণ্ডবের পেছনে শুধুই কি হেফাজত নাকি অন্যকোনও সংগঠন জড়িত তাক খতিয়ে দেখা হচ্ছে। তাদের হামলার ধরণ দেখে মনে হচ্ছে এর পেছনে অন্যকোনও সংগঠন জড়িত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে, সবকিছু খতিয়ে দেয়া হচ্ছে উল্লেখ করে হামলা ও নাশকতায় যে জড়িত থাকুক আমরা কাউকে ছাড় দেব না বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফররের বিরোধিতা করে আন্দোলনের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। গেল শুক্রবার তাদের সহিংস কর্মসূচিতে বেশ কয়েকজনের প্রাণহানির অভিযোগ তুলে রবিবার হরতালের ঘোষণা দেয় সংগঠনটি।

আজ সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম। এরমধ্যে, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালিতে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা হয় এবং রাজশাহীতে দু’টি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বেশকয়েকটি সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

অন্যদিকে,বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।