Search
Close this search box.

বরগা বা ভাড়া করা জমি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করা হবে না: দীপু মনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আশিক ইকবাল:- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নাই, ঘর নাই তাদেরকে আর ভবিষ্যতে এমপিও ভুক্ত করা হবে না বলে জানান।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা (সংশোধিত) (২০২০) নিয়ে এক ভার্চুয়াল অনলাইন এ মিটিংয়ে এ কথা বলেন শিক্ষা মন্ত্রী ।

পাশাপাশি শিক্ষামন্ত্রী বলেন, ভাড়া বাড়িতে স্থাপিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এর মধ্যে এমপিও ভুক্ত করা হয়েছে তাদেরকে আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে।কোনো ট্রাস্ট বা সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে। এই রকমের যে সকল প্রতিষ্ঠান ইতোমধ্যে এমপিও ভুক্ত হয়েছে ট্রাস্ট যদি না চায় তাহলে সেসকল প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি

একই সঙ্গে ঐ সকল প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন। তাছাড়া ভবিষ্যতে ট্রাস্টের কোনো প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য আবেদন করতে হলে ট্রাস্টের পূর্বানুমোদন নিতে হবে।

ডা. দীপু মনির সভাপতিত্বে এই অনলাইনে ভার্চুয়াল মিটিংয়ে আরো যুক্ত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন সহ মন্ত্রণালয় সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা।