Search
Close this search box.

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- দেশে ফিরে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে নির্বাচনসহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এর পরে দীর্ঘ ১৭ বছর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে মুঠোফোনে কৃতজ্ঞতা জানান।