লিমা খাতুন সিনিয়র রিপোর্টার:- রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক চলছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে শুরু হয় এই বৈঠক।
বিকেল তিনটায়ও এই বৈঠক চলমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতেই মূলত দলগুলোর নেতারা বৈঠকে বসছেন। কিন্তু ইসলামী আন্দোলনের কেউ সেখানে না থাকায় শেষ পর্যন্ত দলটি জোট থেকে বের হয়ে যাচ্ছে কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সমঝোতার ঘোষণা কবে দেয়া হবে, সেটাও তখন পরিষ্কার করা হয়নি।
এই জটিলতার মধ্যেই এদিন নতুন জোটের ইঙ্গিত দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ১১ দলীয় জোটের মুখপাত্র গাজী আতাউর রহমান।
মূলত, জামায়াতের নেতৃত্বাধীন জোটে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে আসন সমঝোতার আলোচনার শুরু থেকেই শতাধিক আসনের প্রত্যাশা করেছিল ইসলামী আন্দোলন।
তবে জোটের সিদ্ধান্তে প্রত্যাশার অর্ধেকেরও কম আসন দেয়ার কথা উঠলে বেঁকে বসে দলটি।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, তাদের ১৪০টির বেশি আসনে ‘এ’ গ্রেড প্রার্থী রয়েছেন। ফলে তাদের সর্বশেষ প্রত্যাশায় ছিল অন্তত অর্ধশত আসনের বেশি।
এদিকে, ১০ দলের চলমান বৈঠক সূত্রে জানা যাচ্ছে, এতে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।





