Search
Close this search box.

মুন্সিগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

এহাসানুল আমিন খান মুন্সীগঞ্জ প্রতিনিধি// মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোলতলী এলাকার বেইলি সেতু ভেঙে টংগিবাড়ী-লৌহজং সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে লৌহজং থেকে টঙ্গিবাড়িগামী কাঠের মালামাল বোঝাই একটি ট্রাক ঘৌলতলী এলাকার বেইলি সেতু অতিক্রম করছিল। এসময় সেতু ভেঙে ট্রাক খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালকসহ দুই জন আহত হন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ লোড নেওয়ায় বেইলি সেতুটি ভেঙে গেছে বলে জানায় কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, সেতুটি মধ্যখান থেকে ভেঙে পানিতে পড়ে আছে। ডুবে আছে গাছের গুঁড়িবাহী ট্রাকটি। সড়কের দুই পাশ থেকে আসা যাত্রী ও চালকরা সড়ক বিচ্ছিন্ন থাকায় আক্ষেপ নিয়ে চলে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী হাকিম খান বলেন, ট্রাকটি কাঠসহ পানির নিচে রয়েছে। সেতুটির মধ্যখানে ভেঙে পড়ায় এই পথে গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে।স্থানীয় সোহেল ইসলাম বলেন, সেতুটি সরু ছিল। ছিল লক্কড়ঝক্কড় মার্কা। একটি গাড়ি গেলে আরেকটি গাড়িকে অপর প্রান্তে অপেক্ষা করতে হতো।

সেতুতে গাড়ি উঠলেই সেতু কাঁপত। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল এত দিন। শেষ পর্যন্ত সেতুটি ভেঙেই পড়ল।মুন্সিগঞ্জ-টঙ্গিবাড়ী- মাওয়া পথের সিএনজি চালক জাকির হোসেন বলেন, আজ গাছের গুঁড়ি নিয়ে ঘোলতলীর সেতুটি ভেঙে পড়ল। এ সড়কটিতে মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার অংশে এমন আরও ৮ থেকে ১০টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আছে। এগুলো গুরুত্বপূর্ণ সড়ক থেকে দ্রুত অপসারণ করা দরকার।

নয়তো আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।মুন্সিগঞ্জ-টঙ্গিবাড়ী-লৌহজং উপজেলার মানুষের জন্য প্রধান গুরুত্বপূর্ণ সড়কে অবস্থি সেতুটি। এ পথ দিয়ে বড় বড় মালবাহী যানবাহন চলাচল করে। প্রতিদিন জেলার এ তিনটি উপজেলার অর্ধলক্ষ মানুষ যাতায়াত করে এখান দিয়ে।

এখানে বেইলি সেতু স্থাপন করা হলে আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা।শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, বেইলি সেতু ভেঙে পড়ার খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় নিহত হয়নি।

দুজন আহত হয়েছে। মূলত জরাজীর্ণ সেতু ও অতিরিক্ত ওজনের কারণেই সেতুটি ভেঙে পড়েছে।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল শনিবার সকালে বলেন, ট্রাকটি বালিগাঁও থেকে লৌহজংয়ের দিকে যাচ্ছিল। অতিরিক্ত ওজনের কারণে সেতু ভেঙেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকের চালক ও সহকারী হাসপাতাল থেকে পালিয়েছেন।

কংক্রিটের সেতুর জন্য দরপত্র আহ্বান করা হবে।মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, ট্রাক উদ্ধার ও বেইলি সেতু পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট লোকজনকে খবর দেওয়া হয়েছে।

যোগাযোগ চালু করার জন্য আবারও এখানে বেইলি সেতু স্থাপন করা হবে। তবে শিগগিরই বেইলি সেতু অপসারণ করে এখানে কংক্রিটের সেতু নির্মাণ করা হবে।