Search
Close this search box.

আ’লীগ সম্মেলনে হামলায় ইউপি চেয়ারম্যান আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজশাহী জেলা প্রতিনিধি// রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে আটক করেছে পুলিশ।

গত ২১শে মার্চ উপজেলা আ’লীগের সম্মেলনে হামলার অভিযোগে সকালে জেলার শিরোইল থেকে তাকে আটক করে পুলিশ।মেরাজ রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার ৩ নম্বর পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি কিশোরপুর গ্রামের বাসিন্দা।বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, গত ২১ মার্চ আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। এ মামলায় ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপর দুই ব্যক্তি হলেন, আওয়ামী লীগ কর্মী শাওন ও কাউন্সিলর জুবান।উল্লেখ্য, গত সোমবার বেলা ১১ টায় বাঘার শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলার সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী সভাপতি হতে পারবেন না এমনটা বুঝতে পেরে দলের কেন্দ্রীয় নেতাদের সামনে লাটিসোটা নিয়ে চেয়ার ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে আক্কাস আলীর আপন ভাগনা ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলামের ভূমিকা ছিল বেপরোয়।

এ ঘটনায় বাঘা থানায় পৃথক দুটি মামলা হয়। মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর থেকে আক্কাস আত্মগোপনে থাকলেও তার ভাগনা মেরাজুল ইসলামকে বৃহস্পতিবার সকালে রাজশাহীর শিরোইল এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়।