Search
Close this search box.

সেনাপ্রধানের সাক্ষাতের পর ভাষণ বাতিল ইমরান খানের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোহাম্মদ লতিফ// পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগে জাতির উদ্দেশে পূর্ব নির্ধারিত ভাষণ বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।দেশটির সেনাপ্রধান এবং সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভাষণ বাতিলের ঘোষণা দেয়া হয়।ক্ষমতাসীন পিটিআই এর সিনেপর ফয়সাল জাভেদ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগে বুধবার (৩০ মার্চ) এ ভাষণ দেয়ার কথা ছিল।পাকিস্তানের ইতিহাসে কোনও নির্বাচিত প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেননি। ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খানের ভবিষ্যতও রয়েছে ঝুঁকিতে। অন্যতম জোটসঙ্গী মোত্তাহিদা কওমি মুভমেন্ট আনুষ্ঠানিকভাবে বিরোধী শিবিরে যোগ দেওয়ায় ইমরান খানের বিপদ আরও বেড়েছে।

২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। ইমরানের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনা এবং পররাষ্ট্রনীতির ভুলের অভিযোগ তুলেছেন বিরোধীরা। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে শুরু হবে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি।