Search
Close this search box.

পাকিস্তান নিরাপত্তা পরিষদের বৈঠকসরকার উৎখাতের হুমকিদাতা দেশকে কঠোর হুঁশিয়ারি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোহাম্মদ লতিফ // ইমরান খানের সরকারকে উৎখাতে বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। এমন একটি বিশেষ চিঠি ‘থ্রেট লেটার’ প্রকাশ করেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সেই চিঠি পাঠানো দেশকে তিরষ্কার সূচক বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ।

বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদ সর্বোচ্চ ভূমিকা পালন করে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এসময় নিরাপত্তা পরিষদ জানায়, কূটনৈতিক নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পাকিস্তানের পক্ষ থেকে তিরষ্কার সূচক বার্তা ইসলামাবাদ এবং প্রশ্নবিদ্ধ দেশটির যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, চিঠিতে সম্পূর্ণভাবে কূটনীতি বহির্ভূত ভাষা ব্যবহার করা হয়েছে। বৈঠকের শেষে এই ধরনের চিঠি দেয়াকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়।ইমরান খানের সভাপতিত্বে বৈঠকে আরও বেশ কিছু মন্ত্রী অংশ নেন। তাছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।এদিকে, পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগে জাতির উদ্দেশে পূর্ব নির্ধারিত ভাষণ বাতিল করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সেনাপ্রধান এবং সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভাষণ বাতিলের ঘোষণা দেয়া হয়। বুধবার (৩০ মার্চ) এ ভাষণ দেয়ার কথা ছিল।