কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// হঠাৎ করেই রাজধানীতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা হচ্ছে।
মার্চেই অন্তত তিনটি আক্রমণে আহত হয়েছে এগারো জন। এসব ঘটনার পেছনের কারণ বের করতে চলছে তদন্ত।অপরাধ বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা বেড়ে গেলে সমাজে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।রাজধানীর শাহবাগ থানায় কর্মরত এসআই জাহাঙ্গীর হোসেন। গেল ২৩শে মার্চ ঢাকার সিএমএম কোর্ট থেকে ফেরার পথে গুলিস্তানে অতর্কিত হামলার শিকার হন। জাহাঙ্গীরের পিঠে ছুরি মেরে পালিয়ে যায় এক যুবক।হামলার শিকার পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাজ শেষ করে আসতেছিলাম। হঠাৎ পিছন থেকে কয়েকজন লোক দৌঁড়ে সামনে চলে গেল। পরে আমার পিছনে থাকা লোকজন আমাকে বলল যে স্যার আপনার পিঠ থেকে রক্ত বের হচ্ছে। আমাকে কখন যে মেরে চলে গেল আমি বুঝতেও পারিনি।‘একই দিনে বংশাল থানার ফটকে আটক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয় পাঁচ পুলিশ সদস্য। এর আগে, ১৩ই মার্চ দক্ষিণখানে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়া হয়। এতে আহত হয় বাহিনীর পাঁচজন।এক মাসে পুলিশের ওপর তিনটি হামলার তদন্ত চলছে। গুলিস্তানে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি দুটি হামলা নিয়ে খুব একটা চিন্তিত নয় পুলিশ।ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যম ও গণসংযোগ বিভাগ উপ কমিশনার ফারুক হোসেন বলেন, ‘এই ছিনতাইকারীরা ছিনতাইয়ের পাশাপাশি মাদকাসক্ত। যে কারণে তারা থানার পরিধির ভিতরে, হাজতখানার সামনে এভাবে পুলিশদের উপর আক্রমণ করার সাহস পেয়েছে। একজন আসামীকে গ্রেপ্তার করার পরে যখন তল্লাশি করা হয়, তখন কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। তল্লাশির সময় যদি এই সব মেনে চলা হত, তাহলে আমাদের পুলিশরা আহত হতনা।‘হামলার শিকার হওয়ার পিছেনে পুলিশ সদস্যদের দক্ষতা ও কৌশলে ঘাটতি দেখছেন অপরাধ বিশ্লেষকরা। ছোট ছোট হামলার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় বিপদের শঙ্কা থেকেই যায়, বলছেন বিশেষজ্ঞরা।





