Search
Close this search box.

দুই কৃষকের আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে নলকূপ অপারেটর গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজশাহী বিভাগীয় সংবাদদাতা// রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষককে আত্মহত্যার প্ররোচনা মামলায় গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ীর কদমশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত হারুনের ছেলে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত ২৩ মার্চ ধানের জমিতে সেচের পানি না পেয়ে  বিষপানে আত্মহত্যা করেন অভিনাথ ও রবি মার্ডি। এ ঘটনায় অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা মার্ডি বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গভীর নলকুপ অপারেটর সাখাওয়াতের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ ঘটনার পর পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তারে অবহেলা করছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ ২ সাঁওতাল কৃষক ওই নলকূপের কাছে কীটনাশক পান করার পর অভিযোগের বিষয়টি সামনে আসে। অভিনাথ মার্ডি ওই রাতেই এবং তার চাচাতো ভাই রবি মার্ডি শুক্রবার রাতে মারা যান।

এদের মধ্যে একজনের পরিবার সাখাওয়াতের বিরুদ্ধে তাদের কৃষি জমিতে সেচের পানি সরবরাহে অবহেলার অভিযোগ আনে।

পরে অভিনাথের স্ত্রী বাদী হয়ে সাখাওয়াতকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষককে আত্মহত্যার প্ররোচনা মামলায় গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ীর কদমশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত হারুনের ছেলে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত ২৩ মার্চ ধানের জমিতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করেন অভিনাথ ও রবি মার্ডি। এ ঘটনায় অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা মার্ডি বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গভীর নলকুপ অপারেটর সাখাওয়াতের বিরুদ্ধে থানায় মামলা করেন।এ ঘটনার পর পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তারে অবহেলা করছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে।উল্লেখ্য, গত ২৩ মার্চ ২ সাঁওতাল কৃষক ওই নলকূপের কাছে কীটনাশক পান করার পর অভিযোগের বিষয়টি সামনে আসে। অভিনাথ মার্ডি ওই রাতেই এবং তার চাচাতো ভাই রবি মার্ডি শুক্রবার রাতে মারা যান।এদের মধ্যে একজনের পরিবার সাখাওয়াতের বিরুদ্ধে তাদের কৃষি জমিতে সেচের পানি সরবরাহে অবহেলার অভিযোগ আনে।পরে অভিনাথের স্ত্রী বাদী হয়ে সাখাওয়াতকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।