Search
Close this search box.

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে হবে: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে বিশ্ব পানি দিবস ২০২২ উপলক্ষ্যে ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় সরকার প্রধান বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ।

পানিসম্পদ রক্ষায় সকলকে পানির অপচয় বন্ধ করতে হবে। বাংলাদেশের নিচে বিশাল পানির স্তর রয়েছে যা আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ষা করবে। কাজেই ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানি ব্যবহার বাড়াতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, হাওর-বাওর এলাকায় রাস্তা নির্মাণ করতে হলে অবশ্যই মাটি দিয়ে ভরাট না করে পিলার দিয়ে নির্মাণ করতে হবে। বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না।

পানির প্রবাহ কোনভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি জলাধারগুলো সংস্কারের ওপরও গুরুেত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও সচিব কবির বিন আনোয়ার।