Search
Close this search box.

রুশ যুদ্ধ জাহাজ ডুবির পর বিস্ফোরণে কাঁপছে কিয়েভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর নেতৃত্বে থাকা মস্কোভা নামের যুদ্ধ জাহাজ ডুবির পর মুহুর্মূহু বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভ।শুক্রবার দেশটির রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

ইউক্রেন অভিযানে রুশ নৌবাহিনীর নেতৃত্বে থাকা মস্কোভা নামের যুদ্ধ জাহাজ ডুবির পর নতুন মোড় নিতে পারে যুদ্ধ। এমন আশঙ্কার মধ্যেই মুহুর্মূহু বিস্ফোরণে কেঁপে উঠছে কিয়েভ। অনেকেরই ধারণা, কৃষ্ণ সাগরে জাহাজ ডুবির প্রতিশোধ নিতে আক্রমণ বাড়াতে পারে রাশিয়া।

চলতি মাসের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের অঞ্চল থেকে সেনা গুটিয়ে নতুন লক্ষ্য- পূর্বাঞ্চলে অভিযানের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। কিন্তু যুদ্ধের পঞ্চাশতম ভোরে, কিয়েভের ঘুম ভেঙেছে বিস্ফোরণের শব্দে। মুহুর্মুহূ বেজে উঠছে বিমান হামলার সাইরেন। ভীত সন্ত্রস্ত নাগরিকরা।

তবে কি ফের কিয়েভকে লক্ষ্য করে হামলা জোরদার করছে রাশিয়া? এছাড়াও ওডেসা, মারিওপোল, খারসন, হারকিভসহ বিভিন্ন শহরে নতুন করে রুশ আক্রমণের শঙ্কায় জীবন বাঁচাতে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয়রা।কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, আগুন লেগে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।

এরপর ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ডুবে যাওয়ার পর জাহাজি থেকে প্রায় ৫০০ ক্রুকে সড়িয়ে নেয়া হয়েছে। যদিও তাতে কোনো ধরনের আক্রমণের কথা স্বীকার করেনি রাশিয়া।অনেকেরই ধারণা, জাহাজ ডুবির প্রতিশোধ নিতেই হামলা জোরদার করছে রাশিয়া।

ইউক্রেন অভিযানে রুশ নৌবহরের নেতৃত্ব দিচ্ছিল মস্কোভা নামের জাহাজটি।যুদ্ধ জাহাজ ডুবির প্রসঙ্গ টেনে দোনবাসসহ মারিওপোলে হামলার পরিণতির ব্যাপারে রাশিয়াকে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। একইসঙ্গে রুশ আগ্রাসন রুখে দেয়ায় নাগরিকদের অভিনন্দন জানান তিনি।