Search
Close this search box.

উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোন বিশ্বাস বেনাপোল সীমান্তে প্রতিনিধি// ভারতে পাচারকালে বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট থেকে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

চুরুট টানছে হিজাব পড়া এক ছাত্রী

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদ ভিতিত্তে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর লাগেজ তল্লাশি করে উন্নতমানের ২৫০০০ (পচিশ হাজার) চুরুট আটক করা হয়েছে।

ভারতীয় ঐ যাত্রীর লাগেজ তল্লাশি ও পরবর্তীতে স্ক্যনিং করে নিশ্চিত হয়ে এসব চুরুট আটক করা হয়। আটককৃত চুরুটের মুল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানান। তবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বিধায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আটক চুরুট বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। এই প্রথম ভারতগামী যাত্রীর কাছ থেকে চরুট আটক করা হলো।