Search
Close this search box.

বঙ্গোপসাগরে লাইটারেজ জাহাজ ডুবে নিখোঁজ ১২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নোয়াখালী জেলা প্রতিনিধি// বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে সজল তন্ময় ২ জাহাজটি ডুবেছে। ঠিক কখন ডুবেছে তাৎক্ষণিক তা জানা যায়নি।

সকাল সাড়ে ৯টার দিকে খবর পাওয়া গেছে। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।