Search
Close this search box.

এক নারীকে জিম্মি করে ধর্ষণ, ৪ মানব পাচারকারী গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- সৌদি আরবে পাঠানোর কথা বলে এক নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে ৪ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এই চক্রটি ভিসা ও বিমানের টিকেট জালিয়াতি করে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে বলে জানায় র‍্যাব।

আজ শবিনার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

র‍্যাব জানায়, সুনামগঞ্জ থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর রামপুরায় একটি বাসায় জিম্মি করে এক নারীকে ধর্ষণে করে।

র‍্যাবের কাছে এমন তথ্য আসায় ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়
এ ঘটনায় র‍্যাব ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা দুই বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মানব পাচার করে আসছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানায়, জনশক্তি রপ্তানির লাইসেন্স না থাকলেও গ্রামের অসহায় মানুষদের টার্গেট করে বিদেশে পাঠানোর নামে ৭ থেকে ৮ লাখ টাকা আদায় করত চক্রটি।