Search
Close this search box.

আতশবাজির কারখানায় বজ্রপাত, ২ নারীর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রবিউল ইসলাম জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের নান্দাইলে আতশবাজির কারখানায় বজ্রপাতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিহত দুই নারী সকালে ওই কারখানায় গিয়ে পটকা বানাচ্ছিলেন।

এ সময় কারখানার ওপর বজ্রপাত হয়। বজ্রপাত ও কেমিকেল সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।