Search
Close this search box.

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদ আহমেদ ফরিদ// খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা। বেলা গড়াতেই প্রখর তাপ নিয়ে রোদ ছড়াচ্ছে সূর্য। কড়া রোদ আর গরমে বিপর্যস্ত জনজীবন।

রবিবার (২৪শে এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই নিয়ে টানা দুই দিন জেলাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এটিই আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং যা চলতি মৌসুমে কুষ্টিয়া দৌলতপুরে সর্বোচ্চ তাপমাত্রা।

শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায়। শনিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকালের তুলনায় আজ আরও বেড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক ডেইলি বাংলাদেশ টুডে ডটকম জানান, গত তিনদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে। আরও কিছুদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে।