টাঙ্গাইল জেলা প্রতিনিধি// ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদকে সামনে রেখে যানজট নিরসনে যানচলাচলের জন্য খুলে দেয়া হলো টাঙ্গাইল অংশের গোড়াই উড়াল সেতুটি।
তবে উড়াল সেতুটির কাজ শেষ না করেই তড়িঘড়ি করে খুলে দেবার অভিযোগ চালক ও যাত্রীদের।আজ (২৫শে এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যান চলাচলের জন্য উড়াল সেতুটি খুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাসেক-২ এর প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ ওয়ালিউর রহমান, সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূরে আলম, টাঙ্গাইল সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।গোড়াই উড়াল সেতুটির মাঝ বরাবর ডিভাইডার ও দুপাশে রেলিং না থাকায় যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
এমনটাই শঙ্কা চালক ও যাত্রীদের। তবে প্রকল্প পরিচালক বলছে দুর্ঘটনার কোনও শঙ্কা নেই।চালক ও স্থানীয়রা বলছেন, ফ্লাইওভারটি খুলে দিলে যানজট নিরসন হলেও রেলিং ও ডিভাইডার না থাকায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। তাছাড়া রাস্তার মাঝেও রয়েছে নানা প্রতিবন্ধকতা।
সেখানে গাড়ির চাকা ফেটে ও গাড়ি উল্টে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা এবং যানজট।সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূরে আলম জানান, দুপাশে রেলিং ও সড়ক বিভাজন না থাকলেও দুর্ঘটনার কোনও শঙ্কা নেই।





