Search
Close this search box.

কক্সবাজারে ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজার টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার ট্রলার থেকে এক লাখ দুই হাজার ইয়াবাসহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

আজ (২৫শে এপ্রিল) সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী পূর্ব সাগরে এ অভিযান তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৫ জন মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক এবং দুইজন বাংলাদেশি স্থানীয় বাসিন্দা।কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রাইয়ান আলম জানান, সোমবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী পূর্ব সাগরে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক কালা মিয়ার ছেলে হামিদ হোসেন (৪২), আব্দুস সালামের ছেলে হোসেন জোহার (১৮), লোকমান হাকিমের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২), মো. জাকারিয়ার ছেলে লাল মোহাম্মদ (২৫) ও আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৯)।

তারা টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।এছাড়া আটক অপর দুইজন হল, টেকনাফ উপজেলার স্থানীয় বাসিন্দা লাল মিয়ার ছেলে বশির আহমেদ (৪৫) ও মো. আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আলম (২০)।লেফটেন্যান্ট রাইয়ান বলেন, সোমবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী পূর্ব সাগরে মাছ ধরার ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যরা সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেয়।

পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া দিয়ে জব্দ করতে সক্ষম হয়। এসময় ট্রলারে থাকা জেলে ছদ্মবেশী ৭ জন পাচারকারিকে আটক করা হয়।পরে জব্দ করা ট্রলারটি তল্লাশী করে জালের ভিতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ১ লাখ ২ হাজার ইয়াবা।

এতে পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের স্টেশন কমান্ডার।