Search
Close this search box.

বাংলাদেশ সফরে আসতে চায় আফগানিস্তান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিজানুর খেলাধুলা প্রতিবেদক:- আগামী জুনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে যাবে বাংলাদেশ। এর আগে প্রীতি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যেতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এজন্য ইন্দোনেশিয়া এবং লাওসের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল।

কিন্তু লাওস জানিয়েছে তারা খেলবে না। ইন্দোনেশিয়া ও নেপালের সঙ্গেও কথা বলছে বাফুফে।অন্যদিকে এ সময় আফগানিস্তান খেলতে যাবে ভারতে। তাই ভারতে যাওয়ার আগে বাংলাদেশে খেলতে চায় আফগানরা।

প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করলেও বাফুফে এখনো কোনো সবুজ সংকেত দেয়নি। তবে সময়ের সঙ্গে মিলে গেলে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ।প্রস্তাবনা অনুযায়ী প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে পাঁচদিন অবস্থান করতে চায় আফগানিস্তান দল।

এদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার বিষয়টি আজ নিষ্পত্তি হতে পারে। এরপরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, স্প্যানিশ কোচ চাইছেন মালয়েশিয়া খেলার এক সপ্তাহ আগে যেতে পারলে ভালো।

সেদিকটা ভেবে দেখছে বাফুফে। ১৩ মে পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা রয়েছে। এর পরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।উল্লেখ্য, মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাংলাদেশের প্রতিপক্ষ খেলায় বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়া।