Search
Close this search box.

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্টাফ রিপোর্টার// আগামী ডিসেম্বর মাসে চালু হতে যাওয়া স্বপ্নের মেট্রোরেলের প্রাথমিক ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মেট্রোরেলের লাইন নির্মাণ প্রায় শেষ

সে অনুযায়ী মেট্রোরেলে চড়লেই গুণতে হবে সর্বনিম্ন ২০ টাকা ভাড়া, আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা। আজ বৃহস্পতিবার ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে, এটিই চূড়ান্ত ভাড়া নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।এ বিষয়ে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের ভাড়া হিসেবে আমরা একটি প্রস্তাব তৈরি করেছি। সেখানে মেট্রোরেলে চড়লেই সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৯০ টাকা ভাড়ার প্রস্তাব রয়েছে। তবে, ভাড়া এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, এটা অনেক কম। কারণ এসি বাসে চড়লে এর থেকে অনেক বেশি ভাড়া লাগে। সেই তুলনায় ভাড়া অনেক কম। শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব উপস্থাপন করা হবে। তিনি চূড়ান্ত অনুমোদন দিলেই পরে এটা কার্যকর হবে।

জানা গেছে, মেট্রোরেলের ভাড়া পরিশোধে থাকছে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। এতে দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। একটা হচ্ছে স্থায়ী কার্ড। এই কার্ড রিচার্জ করে পুরো বছর বা মাসে যাতায়াত করা যাবে। এ কার্ড কিনতে ২০০ টাকা দিতে হবে। এরপর ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

আর অন্যটি হবে কার্ড সাময়িক, যা প্রতি যাত্রায় দেওয়া হবে।মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা-নেওয়া করতে সক্ষম হবে। ইতোমধেই অর্ধেক কোচ জাপান থেকে দেশে এসেছে।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে চলতি বছরেরবছরেরউত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে এ অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।