Search
Close this search box.

এমপিওভুক্ত হল বারোটি বিশেষ স্কুল: আনন্দে আত্মহারা শিক্ষকরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:- অবশেষে এমপিওভুক্ত হলো বিশেষ বারটি স্কুল। ২০১৭ সালে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের জন্য অনুমোদন লাভ করলেও নানা জটিলতার কারণে স্কুলগুলোর এমপিওভুক্তি বিলম্বিত হয়। এ ব্যাপারে গত জুলাই মাসে ডেইলি বাংলাদেশ টুডে লাইভে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব জয়নুল বারী এসে কথা বলেন।

সিলেট মিডিয়া এই প্রতিবন্ধী স্কুল গুলোর ব্যাপারে সমাজকল্যাণ সচিব এর দৃষ্টিগোচরে আনলে তিনি বলেন, অচিরেই স্কুলগুলোর এমপিওভুক্তির ব্যাপারে প্রচেষ্টা চালাবেন। গত বৃহস্পতিবার স্কুলগুলো এমপিওভুক্তি লাভ করে।এ ব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারী সিলেট মিডিয়ার সাথে টেলিফোনে কথা বললে তিনি বারোটি স্কুলের এমপিও ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ২০২০/২১ সালের বাজেট থেকে স্কুলগুলো অর্থ বরাদ্দ পাবে বলে তিনি জানান।উল্লেখ্য, জানুয়ারি ২০২০ সালে আবেদনকৃত স্কুলগুলো পর্যায়ক্রমে এমপিওভুক্তি হবার কথাও তিনি ব্যক্ত করেন ।এমপিওভুক্তি হওয়া বারোটি স্কুল গুলো:-

১/সিলেট ইনক্লুসিভ স্কুল সিলেট,

২/সিলেট আর্ট এন্ড আর্টিস্টিক স্কুল,কুমারপাড়া সিলেট,

৩/মহল্লা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় খোকসা কুষ্টিয়া,

৪/সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ভান্ডারিয়া পিরোজপুর,

৫/ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় , বাগেরহাট,

৬/নর্থ বেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, লালমনিরহাট,

৭/গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, পীরগঞ্জ রংপুর,

৮/সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী অটিজম বিদ্যালয় নেত্রকোনা,

৯/বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় আশাশুনি সাতক্ষীরা,

১০/বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পায়রাবন্দর, মিঠাপুকুর রংপুর।১১/রিক্তা আক্তার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়- চিলমারী কুড়িগ্রাম,

১২/প্রভাতী প্রতিবন্ধী বিদ্যালয় চেচুয়া- ময়মনসিংহ।