Search
Close this search box.

১২ কেজি এলপিজি’র দাম খুচরা পর্যায়ে ১০৪ টাকা কমেছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- ১২ কেজি এলপিজি’র দাম খুচরা পর্যায়ে ১০৪ টাকা কমেছে দেশের বাজারে এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। বেসরকারি পর্যায়ে ১২ কেজি বোতলজাতকৃত এলপিজি’র খুচরা পর্যায়ে দাম ১০৪ টাকা কমেছে।

যা আগে ছিল ১ হাজার ৪৩৯ টাকা। নতুন দাম কার্যকর হলে ১২ কেজির দাম পড়বে ১ হাজার ৩৩৫ টাকা। বৃহস্পতিবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এলপিজি’র খুচরা পর্যায়ে দাম কমানোর ঘোষণা দেয় বিইআরসি। মূসকসহ প্রতি কেজি সিলিন্ডারজাত এলপিজির দাম ১১১ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

যা আগে ছিল ১১৯ টাকা ৯৪ পয়সা।এখন থেকে সাড়ে ৫ কেজি বোতলজাতকৃত এলপিজি’র খুচরা পর্যায়ে দাম পড়বে ৬১২ টাকা, ১২ কেজি এক হাজার ৩৩৫ টাকা, সাড়ে ১২ কেজি এক হাজার ৩৯১, ১৫ কেজি এক হাজার ৬৬৯ টাকা, ১৬ কেজি এক ৭৮০ টাকা পড়বে। ৩০ কেজি ৩ হাজার ৩৩৮ টাকা এবং ৪৫ কেজির বোতলজাতকৃত এলপিজি’র দাম পড়বে ৫ হাজার ৭ টাকা।

এই দাম ৫ই মে থেকে কার্যকর হবে আগামী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। এছাড়া বিইআরসিও মাঠপর্যায়ে এলপিজির বাজার নজরদারি করছে।