Search
Close this search box.

কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নেত্রকোনা জেলা প্রতিনিধি:– নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামে এ ঘটনা ঘটে।কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের জের হিসাবে ব্রাহ্মণজাত গ্রামের বর্তমান ইউপি সদস্য আউয়াল ও ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থী একই গ্রামের সেলিম মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষে আহতদের মধ্যে ব্রাহ্মণজাত গ্রামের সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন (৬০), আজিজুর রহমান (৪৫), আবু তাহের (৫৫), সেলিম (৪০), রতন মিয়া (৪৫), শাহজাহান মিয়া (৫৫), রাসেল (৩০), মাহবুব (৩০), গোলাম রব্বানী (৩০), সুলতান (৫০), জফরপুর গ্রামের জসিম উদ্দিন (৫২), ফেরদৌস (৪৫), হাবিবুর রহমান হবি (৬৫) ও বেজগাতী গ্রামের নুরুল হক (৪০)-কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।