Search
Close this search box.

সংকটের মধ্যেই আরও বাড়ল সয়াবিন তেলের দাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা করে নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৬ মে) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম নির্ধারণ করা হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাম ‍সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার।

শুক্রবার ১৩ হাজার টন পামওয়েল নিয়ে জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে। আর সোমবার ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল দেশে এসে পৌঁছেছে। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা ২০০ কোটি লিটার। যার প্রায় পুরোটাই আমদানি করা হয়।