Search
Close this search box.

ছয় দিন ধরে পানি নেই কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পিরোজপুর জেলা প্রতিনিধি:- পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাম্প বিকল হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ সমস্যা কবে সমাধান হবে, তা সঠিকভাবে বলতে পারছে না কেউ।জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ওঠানোর একমাত্র পাম্পটি যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার (৩০ এপ্রিল) থেকে বিকল রয়েছে।

ফলে পানির অভাবে ভর্তি রোগী, তাদের স্বজন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে বৃহস্পতিবার দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনগুলোতে পানির সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও আবাসিক বাসিন্দারা। রোগীদের বিভিন্ন ওয়ার্ডে দুর্গন্ধে টেকা দায়।

যাদের সামর্থ্য আছে, তারা পানি কিনে আনছেন। যাদের সামর্থ্য নেই, তারা নানা দুর্ভোগের মধ্যে দন কাটাচ্ছেন।স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী উপজেলার চিরাপাড়া প্রামের আবুল বাশার বলেন, গোসল তো দূরে থাক, শৌচাগারেও পানি নেই। একই অভিযোগ আরও অনেকের।

অন্যদিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেকানিক না থাকায় প্রায়ই পাম্প বিকল হয়ে যায়। জুনিয়র মেকানিক পদে একজন কর্মরত থাকলেও তিনি পিরোজপুর সদর হাসপাতালে কর্মরত রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার বলেন, ‘পাম্পটি মেরামত করতে দেওয়া হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে পানির সমস্যা সমাধান হয়ে যাবে।