Search
Close this search box.

প্রাইভেটকারে ১০০ কেজি গাঁজা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাহে আলম রনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা জব্দ করেছেন র‍্যাবের সদস্যরা। এ সময় গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বুধবার সকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটকরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার কৃষ্ণপুর এলাকার আমির ইসলামের ছেলে মো. আকরাম হোসেন (২৩) এবং ভাটকেশর এলাকার মৃত আ. লতিফের ছেলে মো. আল আমিন হোসেন (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আসছিল। এসব মাদক প্রাইভেটকারযোগে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।