ওসমান আলী// চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশসহ ৩ জন। এ সময় দুষ্কৃতকারীদের দায়ের কোপে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় কনস্টেবল জনির।
রবিবার সকালে পদুয়া ইউনিয়নের আধারমানিক লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লোহাগাড়া থানার কনস্টেবল জনি ও শাহাদত হোসেন, স্থানীয় আবুল কাশেম। পুলিশ জানায়, একাধিক মামলার আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির বাহিনীর সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। দুষ্কৃতিকারীদের দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।আহত স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





