Search
Close this search box.

কাশিমপুর কারাগারের নারী হাজতির মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী এক হাজতি নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) বিকেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহত ওই হাজতি হলেন- পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার রাজ্জাক মিয়ার স্ত্রী শাহানাজ বেগম (৫৯)।কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ মো. শরীফ জানান, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে হাজতি শাহনাজ বেগম।

পরে বিকেল পৌনে ৪টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল ৫টার দিকে হাজতি শাহনাজ বেগমকে মৃত ঘোষণা করে।

তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। মরদেহ ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।