Search
Close this search box.

আবারও পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাদারীপুর জেলা প্রতিনিধি:- আবারও পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।ধাক্কায় টোলপ্লাজাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে গাড়ির চাপ বাড়লে এটি খুলে দেওয়া হবে।তিনি আরও জানান, বাকী চারটি বুথ খোলা রয়েছে।

সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে। টোলপ্লাজায় দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মী জানান, সাড়ে ১০টার দিকে সেতু পার হতে টোলপ্লাজায় আসা শরীয়তপুরগামী একটি বাস ডানপাশ থেকে টোল বুথে ধাক্কা দিলে ওপরের স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়।

এতে মূল কাঠামোও কিছুটা হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।