টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইল কালিহাতী উপজেলার সল্লা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতা হতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতরা দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকচালক বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) জ্বিলকদ হোসেন ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন সঙ্গে বঙ্গবন্ধু সেতু সেতুগামী ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসচালক ও ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন।
এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন কাজ চলছে।





